তথাগত চক্রবর্তী
বীরভূমের সাঁইথিয়া হাসপাতালে এক মাসের শিশুকে ফেলে পালাল মা।হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন পিঙ্কি খাতুন নামে এক মহিলা আউটডোরে বসেছিলেন তখন তার কোলে বাচ্চাটা ধরতে দিয়ে পালিয়ে যাই ঐ মহিলা ।ঘণ্টা খানেক হয়ে গেলেও না আসায় পুলিশ কে খোঁজ দেয়।পুলিশ এসে সিউড়ি চাইল্ড লাইনে খোঁজ দিলে তাদের হাতে তুলে দেন ।