সোমবার, মার্চ ২৬, ২০১৮

ইংরেজবাজারে ৬ ডাকাত ধৃত

মানস দাস,মালদা

পাইপ গান সহ ছয় ডাকাত গ্রেপ্তার। ইংরেজবাজার থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু ইংরেজ বাজার শহড়ের ঝলঝলিয়া ডিজেল শেড মোড়ে হানা দিয়ে ছয় জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করে।তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পাইপ গান,দুই রাউন্ড তাজা কার্তুজ,দুটি রড,দুটি ধারলো অস্ত্র সহ বেশ কিছু ডাকাতি করার সরঞ্জাম।আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।এদিন পুলিশ সূত্রে জানা যায় যে ধৃতরা হলেন -শেখ সাহিন,শেখ রহিম,আজমত সবজী,শেখ সিলু,শেখ রাজু,সাহেব ঘোষ।এদের সকলের বয়স ১৯-৪৫ এর মধ্যে।এদের বাড়ি ইংরেজ বাজার থানার এলাকায়।পুলিশ সূত্রে আরও জানা যায় যে -ধৃতরা মালদা শহড়ের ঝলঝলিয়া এলাকার কোনো বাড়িতে ডাকাতি করার ছক কষে ছিল।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER