সোমবার, মার্চ ২৬, ২০১৮

গৌড় স্টেশনে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হল ফেরিওয়ালা কে

মানস দাস,মালদা

আবার প্রশ্নের মুখে রেলের যাত্রী সূরক্ষা। চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা মারার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ গৌড় মালদা রেল স্টেশনে। আপ আনন্দ বিহার ট্রেন থেকে ধাক্কা মারার অভিযোগ। আহত অবস্থায় জি আর পি ওই যাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতর নাম, সাবির সেখ(৩৫)। বাড়ি কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের বড়নগর ডাঙা এলাকায়। সে পাটনাতে ফেরিওয়ালার কাজ করে। জানাগিয়েছে, পাটনা থেকে বাড়ি ফিরার পথে ঘটে ঘটনাটি। তবে কে বা কারা তাকে ধাক্কা মেরেছে তা পরিস্কার করে বলতে পারেনি পরিজনেরা। সাবিরের মাথায় গুরুতর চোট রয়েছে। তবে কিভাবে ঘটনাটি ঘটলো তা তদন্ত শুরু করেছে,জি আর পি। অভিযুক্তরা অধরা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER