শনিবার, মার্চ ২৪, ২০১৮

কন্যা সন্তান জন্ম দিয়ে মৃত্যু মায়ের, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

মানস দাস,মালদা

কন্যা সন্তানের জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লো মা।হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতার পরিবার।তবে সুস্থ রয়েছে সদ্যোজাত কন্যা সন্তান।অভিযোগের আঙ্গুল উঠেছে মালদার মানিকচক গ্রামীন হাসপাতালের বিরুদ্ধে। জানাগেছে,মৃত প্রসূতির নাম শঙ্করী মন্ডল(২৯)।স্বামী ফুলকুমার মন্ডল।পেশায় কৃষিজীবী।মানিকচকের রামনগর এলাকার বাসিন্দা।পরিবার সূত্রে জানাগেছে,এই দম্পত্তির দুই কন্যা সন্তান রয়েছে।তৃতীয় সন্তানের প্রসব যন্ত্রনা নিয়ে শঙ্করী দেবীকে শক্রবার রাতে পরিবারের সদস্যরা মানিকচক গ্রামীন হাসপাতালে ভর্তি করেন।ভোর নাগাদ কন্যা সন্তান জন্ম দেন মহিলা।পরিবারের সদস্যদের অভিযোগ, সন্তান প্রসবের পর সঙ্করী শাররীক অবস্থার অবনতি হয়।চিকিৎসকদের বারংবার চিকিৎসার জন্য বলা হলেও কোনো চিকিৎসকই চিকিৎসা করতে এগিয়ে আসেনি।শনিবার সকালে অবশেষে মৃত্যু হয় প্রসূতির।কার্যত চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে প্রসূতির বলে অভিযোগ পরিবারের।তারপর মৃতার পরিজনেরা হাসপাতালের সামনে সামান্য বিক্ষোভ দেখায়।ঘটনায় দুঃখ প্রকাশ করে মানিকচক ব্লক স্বাস্থ আধিকারিক ডঃ হেম নারায়ণ ঝা বলেন,"একটি মায়ের মৃত্যু হয়েছে।এখনো পর্যন্ত আমার কাছে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER