মেখলিগঞ্জ
মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের 33 নম্বর বুথ কমিটির উদ্যোগে রবিবার এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা সহায়ক উপকরণ দিয়ে উৎসাহিত করা হল। এদিন বিকেলে এই উপলক্ষ্যে যমেরডাঙ্গায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বুথ সভাপতি কাসেম আলি মিঞা, দলের উছলপুকুরি কোর কমিটির সদস্য বাবুল হোসেন, তৃণমূল ছাত্র পরিষদের উছলপুকুরি অঞ্চল সভাপতি বাপন চক্রবর্তী, পঞ্চায়েত সদস্য তরনী রায় মাঝি প্রমুখ । তৃণমূলের তরফে মাধ্যমিকের কুড়িজন ও উচ্চ মাধ্যমিকের আটজন পরীক্ষার্থীকে এদিন খাতা, কলম, পিচবোর্ডজ ইত্যাদি শিক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করা হয়।