উজ্বল বন্দ্যোপাধ্যায়
জয়নগরের মানুষের কথা মেনে অবশেষে জয়নগরের নিমপীঠ থেকে হাওড়ার নবান্ন অবধি সরকারী বাস পরিষেবা আজ থেকে শুরু হলো।আজ নিমপীঠ মোড়ে নারকেল ফাটিয়ে ও পতাকা নেড়ে এই পরিষেবার উদ্বোধন করেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক সদানন্দজি মহারাজ,বিধায়ক বিশ্বনাথ দাস,জেলা পরিষদের পূত কর্মাধ্যক্ষ আবু তাহের সরদার,পরিবহন দপ্তরের আধিকারিক অরুপ দও,কৃষি বিজ্ঞানী ডঃ নিলেন্দু জ্যোতি মৈত্র,তৃনমূল নেতা সুবল মন্ডল,খান জিয়াউল হক,তুহিন বিশ্বাস, শৈলেন দাস,প্রবীর চক্রবর্তী ,সিরাজ উদ্দিন খান, গোপাল নস্কর প্রমুখ।প্রতিদিন ৩ টি করে বাস জয়নগর থেকে নবান্ন ও ৩টি করে বাস নিমপীঠ থেকে নবান্ন অবধি চলাচল করবে।এই ৬টির মধ্য ২টি বাস মগরাহাট ভায়া হয়ে নবান্ন যাবে বলে জানা গেছে।