মঙ্গলকোটের চক গ্রামে মতিউল রহমান, ইজাজুল হক ও মজিবুর রহমানের বাড়িতে মাঝ রাতে কিছু দুঃস্কৃতি এসে চুরি করে বলে অভিযোগ। জানা যায় মতিউল বাবুর বাড়ি থেকে 10 ভরি রূপর গহনা, 2 ভরি সোনার গহনা, নগদ 5 হাজার টাকা ও একটি সাইকেল চুরি হয়। ইজাজুল বাবুর বাড়ি থেকে নগদ 10 হাজার টাকা ও মজিবুর বাবুর বাড়ি থেকে নগদ 32 হাজার টাকা চুরি হয়েছে।