উজ্বল বন্দ্যোপাধ্যায়
বৃহস্পতিবার বিশ্ব জল দিবস পালন করা হলো সাগর থানার চৌরঙগী অবৈতনিক বিদ্যালয়ে বিভিন্ন অনুস্তানের মধ্য দিয়ে।দৈনন্দিন জীবনে জল,গরম কালে দুষিত জল,বৃষ্টি জলে দূষণ,জলবাহিত রোগ,নিরাপদ পানীয়জল কিভাবে পাবো,জল শোষণ করার পদ্ধতি,জীবাণু মুক্ত জল কেন খাওয়া দরকার ।এই বিষয়গুলি সহ ভূপৃষ্ঠে পানীয় জল কতটা ,জলের অপচয় বন্ধে আমাদের ও শিশুদের ভূমিকা কি তা নিয়ে আলোচনা ও জলের কবিতা আবৃত্তি হয়।