সুরজ প্রসাদ
রাম নবমীকে কেন্দ্র করে শনিবার রাতে বর্ধমান শহরে উত্তেজনা ছড়ালো। বর্ধমান শহরের মালির মাঠে রাম নবমীর মঞ্চ ভেঙে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় বেশ কয়েকটি সাইকেল ও মোটর বাইক ভাঙচুর হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। ঘটনার পরে রাতেই বিজেপি কর্মীরা বর্ধমান থানার সামনে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।যদিও শাসকদলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।