সৈয়দ রেজওয়ানুল হাবিব
আজ ২৫শে মার্চ, পোলিও রবিবার৷সারা রাজ্যের সাথে সংগতি রেখে স্বরুপনগর ব্লকে প্রত্যেকটি সেন্টারে ০ থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের মারন রোগ পোলিও থেকে মুক্তি পেতে দুই ফোটা পোলিও খাওয়ানোর কর্মসূচী শুরু হয়েছে। এই কর্মসূচী চলবে ৩১শে মার্চ ২০১৮ পর্যন্ত।