সৈয়দ রেজওয়ানুল হাবিব
২২শে মার্চ শুভ পঞ্চমির পূন লগ্নে স্বরুপনগর হঠাৎগঞ্জ বাজারর শক্তিসংঘের পরিচালনার এবং গ্রামবাসীবৃন্দের সাহযোগীতায় সার্বজনীন বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ফিতে কেটে এলাকার নারায়নগোস্বামী, সাথে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা সাহা, দুলাল চন্দ্র ভট্টাচার্য, ষষ্টিপদ সরকার.আবেদ আলি গাজী, রমেন সরদার, স্বরূপনগর থানার আধিকারিক সত্যমকুমার ঘোষ, সহ এলাকাবাসী। বিভিন্ন সাংস্কৃতিক মুলক অনুষ্ঠান চলবে ৫ দিন ধরে।শক্তিসংঘের এই বাসন্তিপূজা অনুষ্ঠান বিগত ২৫ বছর ধরে চলে আসছে।