মোল্লা জসিমউদ্দিন
বাংলার রাজনীতিতে মনিষীদের ব্যবহার (জন্মদিন /মৃত্যুদিন পালনে), খুন হওয়া দলীয় কর্মীদের মৃতদেহ নিয়ে মিছিলের পর এবার বিজেপি নেতা মুকুল রায় হেলিকপ্টারে বাংলার একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ঘুরে পঞ্চায়েত নির্বাচনে প্রচারে নামতে চলেছেন। তাতে চরম দুশ্চিন্তায় পড়েছে তৃনমূল নেতৃত্ব। দুই থেকে তিনটি জেলায় দিনে কমপক্ষে চার থেকে ছয়টি জনসভা করার পরিকল্পনা রয়েছে একদা তৃনমূলের চাণক্য মুকুল রায়ের।ইতিমধ্যে টিকিট না পাওয়া তৃনমূল কর্মীদের বিজেপির তরফে দলীয় প্রতিক দেওয়ার পলিসিতে জেলায় জেলায় তৃনমূলের একাংশ তাদের মুকুল দার কাছে 'আডভান্স বুকিং ' করে ফেলেছেন বলে বিশস্ত সুত্রে জানা গেছে।
ছবি : ইন্টারনেট থেকে।