শ্যামল রায়
শনিবার পঞ্চায়েত ভোটকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের অধীন দুটি নতুন ঢালাই রাস্তা উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিমল দিলীপ মল্লিক স্থানীয় প্রধান ও পঞ্চায়েত সদস্যরা।নতুন রাস্তার উদ্বোধনকালে রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ জানিয়েছেন যে উন্নয়নের নিরিখে মানুষের একমাত্র ভরসা তৃণমূল কংগ্রেসের সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ উন্নয়ন নিয়ে কোনোরকম গড়িমসি।নয় তাই নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়নের কাজ শেষ করার কথা তিনি বারবার বলে আসছেন তাই আমরা এই নতুন দুটি রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে পেরে ভাল লাগছে। এদিন বকপুর গ্রাম পঞ্চায়েতের জাকর থেকে বকুলতলা ও বর্ধমান নাদন ঘাট রোড এ বৈধর পর্যন্ত ঢালাই রাস্তার উদ্বোধন হলো। জানা গিয়েছে দুটি ঢালাই রাস্তা তৈরি করতে ব্যয় হয়েছে বাহাততর লক্ষ টাকা।আরও জানা গিয়েছে যে আগামীকাল প্রায় দু'কোটি টাকার নতুন রাস্তার শিলান্যাস করবেন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির নজরুল মঞ্চে এই অনুষ্ঠানটি হবে।
ব্লকের সাতটি গ্রাম পন্ডিত এর মধ্যে চারটি গ্রাম পঞ্চায়েতের বহু দিনের পড়ে থাকা পুরনো রাস্তা নতুন রাস্তা তৈরির কাজ শুরু হবে শীঘ্রই।
ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের অধীন অনেকগুলো ঢালাই রাস্তা তৈরি করতে ব্যয় হবে প্রায় 2 কোটি টাকা।এছাড়াও পূর্ব বর্ধমান জেলা জুড়ে সাড়ে সাত কোটি টাকার টেন্ডার থেকে কাজ শুরু করল জেলা পরিষদ।