শ্যামল রায় নৈহাটি
নৈহাটি শিয়ালদা রেল পথে প্রতিদিন চুরি ছিনতাই বাড়ছে বলে অভিযোগ যাত্রীদের।
অভিযোগের পর অভিযোগ যে এই রেলপথে মহিলাদের অলংকার চুরি ও ছিনতাই যেমন হচ্ছে তেমনি বাড়ছে মোবাইল চুরির ঘটনা।
গত দুদিন আগে সাংবাদিক শ্যামল রায়ের পকেট থেকে একটি দামী মোবাইল চুরি হয়ে যায় নৈহাটি রেল স্টেশনে। নৈহাটি রেল স্টেশন থেকে ব্যান্ডেল গামী ট্রেন ধরতে গিয়ে মোবাইলটি চুরি করে নাই দুষ্কৃতীরা। নৈহাটি জিআরপির কাছে মোবাইল চুরির ঘটনা লিপিবদ্ধ করা এবং ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে মোবাইলটি উদ্ধার করার কথা বলে জানা গেল যে প্রতিদিন পাঁচ থেকে ছয়টি মোবাইল চুরির ঘটনা ঘটছে রেলস্টেশনে। পুলিশ আধিকারিক রাজকুমার মল তার সহকর্মীদের নির্দেশ দেন যে প্রতিদিন এই ভাবে চুরির ঘটনা ঘটলে বিষয়টি দেখবার জন্য নির্দেশ জারি করেন কিন্তু কে শোনে কার কথা? জানা গেল যে আজ পর্যন্ত কোন মোবাইল উদ্ধার করতে পারেনি নৈহাটি রেল স্টেশনের জিআরপি। প্রকাশ্য দিবালোকে নৈহাটি স্টেশনে চুরি ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিত্যযাত্রীরা আতঙ্কিত আশঙ্কায় ভুগছেন বলে জানালেন যাত্রীসাধারণ। যাত্রীদের অভিযোগ যে দুষ্কৃতীরা কোথায় যায় কোথায় কিভাবে চুরি করছেন এই ইনফর্মেশন কি থাকে না পুলিশের কাছে তাহলে এতটা বাড়ছে কেন? কখনো মহিলাদের গলার হার কানের সোনার অলংকার চুরি হচ্ছে প্রতিদিন। অন্যদিকে পকেট থেকে বাজে কোন ব্যাংক থেকে নামি দামি মোবাইল চুরি করে নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। একি কিনারা আদৌ হবে না। কয়েক মাস আগে শিয়ালদা রেল স্টেশন থেকে প্রায় আড়াই লক্ষ টাকার সোনার অলংকার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বগুলা কৈখালি বাজার এর বাসিন্দা ঝুমা ভদ্র বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে শিয়ালদা থেকে গেদে লাইনে ট্রেন ধরবে বলে অপেক্ষা করছিলেন তিনি। তখনি চুরি যায়।