সৈয়দ রেজওয়ানুল হাবিবঃ নির্ধারিত সময় অনুযায়ী আজ ১২ই মার্চ ২০১৮ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো।পরীক্ষা শুরু হওয়ার পর অভিভাবক এবং সাথিদের অপেক্ষার জন্য তৃনমুল কংগ্রেস দলীয়ভাবে জল ছত্রের ব্যবস্থা করে। এখানে ছাত্রছাত্রীদের জন্য জলও বাতাসার ব্যবস্থাও রাখা হয়েছে। সাথে সাথে ছাত্রছাত্রীরা যাহাতে পরীক্ষার পর নিবিঘ্নে বাড়ীতে পৌছাতে পারে তার জন্য- পরিবহন মালিক সমিতিও সাদার্থক ভূমিকা গ্রহন করেছে৷