সুরজ প্রসাদ
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া সাত দুস্কৃতিকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৬.৫ এমএম পিস্তল, তিনটি ওয়ানসার্টার, ১৩ টি কার্তুজ, ৮ টি মোবাইল,নগদ পাঁচ হাজার টাকা এবং ২৫ কেজি গাঁজা। বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পাশে গোদায় একটি ঘরে ধৃত সাত জনে জড়ো হয়েছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে গোদার ওই বাড়িটি ঘিরে ফেলে এবং সাত দুস্কৃতিকে ধরে ফেলে। গত তিন চার মাসে বর্ধমানের নেড়োদীঘি,পালিতপুর এবং বর্ধমানের শহরের গোলাপবাগমোড় ও পাড়াপুকুর এলাকায় ছিনতাই হয়।ধৃত সাতজনই এই ছিনতাইয়ের সঙ্গে যুক্ত।