উজ্বল বন্দ্যোপাধ্যায়
পরিবার জ্যোতি সংগঠনের উদ্যোগে বারুইপুরে দুদিনের প্রাক বিবাহ প্রশিক্ষন শিবির হয়ে গেল।এই শিবিরে ছেলেদের বিষয়ে মেয়েদের ধারনা,মেয়েদের বিষয়ে ছেলেদের ধারনার সংশোধন।বিবাহিত জীবনে কি কি বিষয়ে মানিয়ে নিতে দুজনের অসুবিধা হয়।যৌন মিলনের খুটিনাটি,সুবিধা,অসুবিধা সহ অনেক কিছুই শেখানো হয়।বারুইপুর,ক্যানিং, বাসন্তী,জীবনতলা,মগরাহাট,কুলতলি,ডায়মন্ড হারবার,হাবড়া গোসাবাও সোনারপুর থেকে ৪০ জন হবু বর - বউ এই শিবিরে অংশ নেন।শিবিরটি পরিচালনা করেন ফাদার প্রদীপ রায়।