মানস দাস,মালদা
মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধোর করার প্রতিবাদ করায় আক্রান্ত মা ও দুই কাকিমা। আহত দুইজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শনিবার সন্ধ্যায় পুখুরিয়া থানার কোকলামারি গ্রামে। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পুখুরিয়া থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের নাম, সোনা বসাক(৩৬), সুরভি বসাক(৩৩) এবং আলো বসাক(৩১)। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আলোকে। বাকি দুইজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত ফটিক মন্ডল, ধরনী মন্ডল, সনাতন মন্ডল সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার্থী সত্যজিৎ বসাক তার বন্ধুদের সাথে পরিক্ষা নিয়ে আলোচনা করছিলো। সে পুখুরিয়া হাই স্কুলের ছাত্র। সেই সময় তাদের মধ্যে বচসা শুরু হয়। এরপর হঠাৎ করে ফটিক মন্ডল মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধোর শুরু করে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করতে যায় মা কাকিমারা। তখন তাদেরকেও মারধোর করাহয় বলে অভিযোগ। কাকিমা সুরভি বসাকের মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ। তার মাথায় সাতটি সেলাই পরেছে। আগামী সোমবার থেকে শুরু হবে মাধ্যমিক পরিক্ষা। তার আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক।