রবিবার, মার্চ ১১, ২০১৮

দুর্গাপর থেকে নিখোঁজ ছাত্র উদ্ধার করলো ইন্দপুর থানা

শুভেন্দু তন্তুবায়

টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এক ছাত্র । দু'মাস পর রবিবার বাড়ি ফিরল সে। ইন্দপুর পুলিশের তৎপরতায় বাড়ি ফিরল ইন্দপুরের জিড়রা গ্রামের লালমোহন দে । এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সে।  গত জানুয়ারি মাসের ৭ তারিখ রবিবার টিউশন পড়তে যাবার নাম করে দুপুরে  সে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফিরে আসে নি। তাই এতদিন  ছেলে বাড়ি ফিরে না আসায় দুশ্চিন্তায় দিন কাটছিল এখানকার জিড়রা গ্রামের দে পরিবারের। যদিও এতদিন সে কোথায় ছিল তার কোন হদিশ পায় নি পরিবারের লোকজন। কিন্তু শনিবার বিকেলে সে একটি নম্বর থেকে তার দাদাকে ফোন করে। এরপর সেই নম্বর ধরে খোঁজাখুঁজি শুরু করে ইন্দপুর থানার পুলিশ। তারপর এদিন মাঝরাতে তাকে দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে নিয়ে আসা হয়। শনিবার রাতে ইন্দপুর থানায় রেখে রবিবার তাকে পরিবারের হাতে তুলে দেয় । ইন্দপুর থানার ওসি রাম নারায়ণ পাল বলেন- ছেলেটির সন্ধান পেতে আমরা  বিভিন্ন জায়গায় খোঁজখবর করছিলাম। তারপর দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে তাকে খুঁজে    পাওয়া যায় ।পুলিশ সূত্রে খবর, ফোন আসার খবর পেয়েই পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে ইন্দপুর থানায় বিষয়টি জানায়। এরপর পুলিশ জানতে পারে সে দুর্গাপুরে রয়েছে। সঙ্গে সঙ্গেই তারা সেখানকার কোকওভেন থানার সাথে যোগাযোগ করে। সেখানকার পুলিশের সহযোগিতায় জানা যায় ছেলেটি দুর্গাপুরের বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলে কাজ করছিল। সেখান থেকে তাকে খুঁজে বের করে পুলিশ।ইন্দপুর থানার তদন্তকারী আধিকারিক ও লালমোহনের পরিবারের লোকজন সেখান থেকে  ইন্দপুর থানায় তাকে নিয়ে আসে । রবিবার  ইন্দপুর থানা তাকে পরিবারের হাতে তুলে দেয় । দুশ্চিন্তা গ্রস্ত পরিবারটি ছেলেকে ফিরে পেয়ে ভীষণ খুশি ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER