সোমবার, মার্চ ০৫, ২০১৮

নলহাটিতে অনুকূল ঠাকুরের আবির্ভাব তিথি পালনে সুপ্রীম কোর্টের প্রাত্তন বিচারপতি

তথাগত চক্রবর্তী

শুরু হল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ১৩০ তম আবির্ভাব দিবস। বীরভূমের নলহাটি থানার নবহিমাইতপুর গ্রামের আশ্রমে ওই অনুষ্ঠান চলবে সোমবার রাত্রি পর্যন্ত। মুর্শিদাবাদ সীমান্তের নলহাটির নব হিমাইতপুর এক সময় কৃষ্ণপুর গ্রাম নামে পরিচিত ছিল। ঠাকুরের ভক্ত ওই গ্রামের বাসিন্দা বিভাস চন্দ্র অধিকারী অনুকূল ঠাকুরের জন্মভূমি বাংলাদেশের হিমাইতপুর গ্রামের আশ্রমের এক টুকরো ছবি তুলে নিয়ে আসেন কৃষ্ণপুর গ্রামে। কয়েক কোটি টাকা খরচ করে সেখানে গড়ে তোলেন ঠাকুরের বাংলাদেশের আশ্রম। তারপর থেকেই গ্রামের নাম হয়ে যায় নব হিমাইতপুর গ্রাম। সেই গ্রামেই শনিবার থেকে শুরু হয়েছে ঠাকুরের আবির্ভাব উৎসব। শনিবার সকালে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ, অনুকূল চন্দ্রের প্রতিকৃতি সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ওই শোভাযাত্রায় ছিল পুরুলিয়ার ছৌনাচ, গম্ভীরা, বাউল, কীর্তন সহ ভক্তিগীতি। শোভাযাত্রা সকালে বেরিয়ে মুর্শিদাবাদের পাঁচগ্রাম, কুলি, বীরভূমের তারাপীঠ, রামপুরহাট, নলহাটি শহর ঘুরে সন্ধ্যায় নব হিমাইতপুর গ্রামে পৌঁছয়। সন্ধ্যায় ভক্তিগীতি পরিবেশন করেন মনোময় ভট্টাচার্য। রবিবার সকালে ঊষাকীর্তনের মধ্য দিয়ে ঠাকুরের আবির্ভাব তিথি পালিত হয়। মহাযজ্ঞের মধ্য দিয়ে এদিন ঠাকুরের আবির্ভাব তিথি পালন করা হয়। ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মিশন সাধনাপীঠের চেয়ারপার্সন বিভাস চন্দ্র অধিকারী বলেন, “ঠাকুর কখনও জাতি নিয়ে ভেদাভেদ করেননি। তিনি বলে গিয়েছেন ‘ধর্ম কখনও বহু হয় না, ধর্ম এক। ঠাকুরের সেই বাণী দিকে দিকে ছড়িয়ে দিতেই আমাদের এই অনুষ্ঠান। যদি মানুষের মধ্যে কিছুটা তার প্রভাব ফেলতে পারি তাহলে আমাদের এই অনুষ্ঠান সার্থক হয়ে উঠবে”। অনুষ্ঠান উপলক্ষে আশ্রম চত্বরে তিনদিন ধরে রয়েছে পঙক্তিভোজের আয়োজন। প্রতিদিন হাজার দশেক মানুষ পাতেপাত পেরে ঠাকুরের প্রসাদ গ্রহণ করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন কে জি বালাকৃষ্ণান।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER