মানস দাস,মালদা
দ্রুত গতিতে মোটর বাইক চালাতে বারণ করায় বাইক আরোহীদের হাতে আক্রান্ত দুই যুবক। ঘটনাটি ঘটেছে, রবিবার গভীর রাতে মালদা শহরের এন এস রোড এলাকায়। আহতদের ভরতি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্তরা অভিযুক্তদের চিনতে না পারলেও অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজ বাজার থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম অনিরুদ্র ঘোষ(২৮) এবং সুমন বক্সি(১৯)। বাড়ি মালদা শহরের দুই নং গভঃ কলোনী এলাকায়। রাতের শহরে দুস্কৃতিদের হামলায় দুই যুবক আক্রান্ত হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পরেছে পুলিশ। নেতাজিমোর সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটায় শহর জুরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতে মালদা শহরের সুকান্তমোর থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন অনিরুদ্র ও সুমন। এন এস রোডের কাছে পৌছাতেই দ্রুত গতিতে কয়েকটি বাইক পাস কাটিয়ে যায়। বাইক ধীরে চালানোর কথা বলতেই বাইক আরোহীরা বেধরক মারধোর দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করেন। তবে কে বা কারা কি কারনে হামলা চালালো তা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। অভিযুক্তরা অধরা।