নীলাদ্রি ঘোষ
আগুন লাগার ঘটনা ঘটল দেশের বৃহত্তম রেল ইঞ্জিনকারখানায় l বুধবার বিকেলে হঠাৎই আগুন লাগে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ভিতরে l ঘটনাস্থলে কারখানার শ্রমিকরা প্রথমে কালো ধোঁয়া দেখতে পায় lখবর পেয়ে কারখানার নিজস্ব দমকলের দুটি বাহিনী ছুটে আসেন l তাতে কাজ না হওয়ায় খবর দেওয়া হয় আসানসোল ও ঝাড়খন্ডের জামতারা জেলার দমকল বাহিনী কে l প্রশাসন সুত্রের খবর চারটি ইঞ্জিন প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে l অগুন লাগায় কোনও কর্মীর আহত হওয়ার খবর নেই l তবে আগুনের ফলে কারখানার অনেকটা জায়গার ক্ষতি হয়েছে বলে কারখানা কতৃপক্ষ জানায়।