সেখ সামসুদ্দিনঃ মেমারি ১ ব্লক কৃষি খামারে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের কৃষকদের কৃষি প্রশিক্ষণ কর্মশালা করা হয়। টি আর এফ এ প্রকল্পে ধান চাষের পর সেই জমিতে তৈলবীজ বা ডাল জাতীয় দানা শস্য চাষে উৎসাহিত করতে এই প্রশিক্ষণ কর্মশালা বলে জানান মেমারি ১ সহ কৃষি অধিকর্তা নীলকান্ত সাহা। এদিন ৫০ জনের প্রশিক্ষণ দেওয়ার ঠিক থাকলেও প্রায় ৭০ জন অংশ গ্রহণ করে যার মধ্যে মহিলার সংখ্যা বেশি। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তা, ফার্ম ম্যানেজার ইনচার্জ কৌশিক প্রামানিক ও পঞ্চায়েত সমিতির সদস্য সনাতন হেমরম।