সেহারাবাজার দারুল উলুম এর খতমে বুখারী অনুষ্ঠানে দশ হাজার মানুষ উপস্থিত ছিলেন ।উত্তর প্রদেশের মুফতি সাব্বির সাহেব অনুষ্ঠানের প্রধান অতিথি রূপে অংশ গ্রহন করেন ।এছাড়া স্থানীয় অনেক বক্তারা উপস্থিত ছিলেন ।সব বক্তারা সম্প্রীতির বার্তা দেন ।এখানে 41 জন ছাত্র হাফেজ মাওলানা হয়ে তাদের ডিগ্রি অর্জন করেন ।পড়ার শেষে তাদেরকে পাগড়ি পাড়িয়ে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় ।