সুরজ প্রসাদ
মাত্র দু দিনের মাথায় মেমারীতে যুবক খুনে অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ।পূর্ব বর্ধমানের বেহুলা নদী থেকে রবিবার রাজা মালিকের মৃতদেহ উদ্ধার হয়।ধৃত রামকৃষ্ণ মালিক মৃত যুবকের দাদা।তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের সন্দেহে ভাই রাজাকে খুন করে বেহুলানদীর জলে ফেলে দেয়।ধৃত অন্যজন মৃতের আত্মীয়। রাজা মালিকের বাড়ি মেমারীর পাতরা গ্রামে।ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়।