সৈয়দ রেজওয়ানুল হাবিব
৪ জন বাংলাদেশিকে আটক করল স্বরুপনগর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় ধৃত দের বাড়ী বাংলাদেশের মাদারীপুর জেলার রাজর থানা এলাকায়৷অবৈধভাবে দালাল মারফত তারা এদেশে এসে ছিলো।ভিনরাজ্য যাওয়ার পথে গোপন সূত্রে খবর পেয়ে বালতী বলফিল্ড সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী বলে স্বীকার করে বলে দাবি। ২২শে মার্চ সকালে স্বরুপনগর থানা ধৃত ৪ জনকে বসিরহাট আদালতে পাঠায়।পুলিশ দালালের খোজ শুরু করেছে।