ভাস্কর ঘোষ
ভয়াবহ আগুনে পুড়ে একেবারে ছায় হয়ে গেল দুটি মস্ত বাড়ি। শুক্রবার রাতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার বুডারডাঙ্গা গ্রামের ঘটনা। আগুনে পুড়ে ৩ টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। পুড়ে একেবারে ছায় হয়ে গিয়েছে বাড়ির সমস্ত জিনিশপত্র। এমনকি ঘর করার জন্য জমানো টাকাও পুড়ে গিয়েছে।সর্বহারা পবন মাঝি বলেন, আমার গোয়াল ঘরে ২ টি গরু মারা গিয়েছে। বাড়ির সব জিনিস পড়ে ছাই হয়ে গিয়েছে। ঘর করার জন্য জমানো নগদ টাকাও পুড়ে গিয়েছে। আমি কি করব বুঝতে পারছিনা। আমার মাথা গোঁজার ঠাঁইটুকুও নষ্ট হয়ে গেছে। পরিবার নিয়ে কোথা দাঁড়াব কি খাব কিছু বুঝতে পারছি না।
জানা গিয়েছে, এদিন রাতে পবন মাঝি তাঁর গোয়াল ঘরে মোসা তাড়ানোর জন্য ধোঁয়া দেন। সেই ধোঁয়া থেকে আগুন ধরে যায় গোয়াল ঘরে। সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে গোয়ালের পাশে থাকা তাঁর দুটি বাড়িতেও। তাদের চিৎকার শুনে স্থানীয়রা সেখানে ছুটে এসে বালতি করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে অবশ্য বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে।