শনিবার, মার্চ ২৪, ২০১৮

সংরক্ষিত কামরায় উঠে সিট নিয়ে ঝামেলায় আক্রান্ত ৩ যাত্রী তিস্তা তোর্সা ট্রেনে

মানস দাস,মালদা

ফের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে রেলযাত্রী সুরক্ষা। সংরক্ষিত কামরায় উঠে জোর করে সিটে বসার প্রতিবাদ করায় এক মহিলা যাত্রীর শ্লীলতাহানি সহ আক্রান্ত হয়েছে ৩  যাত্রী। এবার হামলার অভিযোগ উঠেছে, আপ তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনের এস ৪নং কামরায়।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাত্রী এগারোটা নাগাদ ভালুকা স্টেশনে। উত্তজনার কারনে প্রায় ৩০ মিনিট ট্রেন দাড়িয়ে থাকে কুমেদপুর স্টেশনে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রেল পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়  যাত্রীরা। শনিবার ভোরে শিলিগুড়ি পৌছে অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা । ঘটনার তদন্ত শুরু করেছে, জি আর পি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম, জ্যোতির্ময় হালদার(২১), নন্দিনী ঘোষ(২০)। এরা স্টাফ সিলেকশনের পরিক্ষা দিতে যাচ্ছিলেন শিলিগুড়ি। এদের বাড়ি মালদা শহরের সদরঘাট এলাকায়। ইটের ঘায়ে আহত হন আরেক যাত্রী আর ইসলাম। তার বাড়ি গাজোল এলাকায়। তিনিও শিলিগুড়ি যাচ্ছিলেন কোম্পানির কাজে।
জানা গিয়েছে, শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার যাচ্ছিলো আপ তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনটি। শুক্রবার রাত্রী দশটা পনের নাগাদ, মালদা রেল স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি। এগারোটা নাগাদ ভালুকা স্টেশনে ট্রেন পৌছালে সংরক্ষিত এস ৪ নং কামরায় উঠে পরে কয়েকজন। তারা যাত্রীদের জোর করে সরিয়ে সিটে বসার চেষ্টা করে। বাধা দিতে গেলে মহিলা যাত্রী সহ অন্যান্য যাত্রীদেরও মারধোর করা হয় বলে অভিযোগ। ট্রেনের বাইরে থেকেও ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন তিন যাত্রী। এরপর কুমেদপুর স্টেশনে ট্রেন দাড়ালে সেখানে রেল পুলিশকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন যাত্রীরা। যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেন তারা। বিক্ষোভের কারনে প্রায় ৩০ মিনিট দেরিতে ছাড়ে ট্রেনটি। শিলিগুড়ি পৌছে জি আর পির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন যাত্রীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আক্রান্ত যাত্রী জ্যোতির্ময় হালদার জানান' সংরক্ষিত কামরায় যদি এমন হয় তাহলে রেলে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠবেই। এক মহিলার শ্লীলতাহানি ও তিন জন আক্রান্ত হয়েছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER