ওয়াসিম বারি
নাবালিকার সাথে চারমাস ধরে সহবাস, ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা থানা এলাকায় l অভিযোগ, হাবড়া গণদিপায়ন এলাকার বাসিন্দা দীপঙ্কর কুহুর বাড়িতে আত্মীয় তুহিন সরকার বেড়াতে আসে l এবং রাস্তায় যাতায়াতের পথে এক নাবালিকার সাথে আলাপ হয় ও তার সাথে প্রেমের ফাদ পেতে বিয়ের প্রস্তাব দেয় তুহিন সরকার l স্থানীয় সূত্রে জানা গিয়েছে তুহিন বিবাহিত l তারপর স্থানীয় আর এক বাসিন্দা আকাশ বিশ্বাস এর বাড়িতে ঐ নাবালিকা কে নিয়ে গিয়ে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে জোর করে ভয় দেখিয়ে প্রায় চার মাস ধরে ধর্ষণ করে l নাবালিকা ভয়ে বাড়িতে জানায়নি l তারপর ২৮.২.১৮ তারিখে ঘটনা জানাজানি হতেই সে তার মা কে পুরো ঘটনা খুলে বলে l এবং ১.৩.১৮ তারিখে হাবরা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় l তার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়ানো তুহিন কে গতকাল গনদিপায়ন থেকে হাবরা থানার পুলিশ গ্রেফতার করেছে l জেরায় তুহিন সব কিছু স্বীকার করে নেয় l আজ তাকে বারাসত আদালতে হাজির করানো হয়েছেl