সাধন মন্ডল
বাঁকুড়ার হাড়মাসড়া গ্রামের বিশিষ্ট সাহিত্যিক গল্পকার অদ্বৈত রায় এর ৭৮ তম জন্মদিন পালন করল সাংবাদিক সম্পাদকদের আড্ডা নামে একটি হোয়্যাটস অ্যাপ গ্রুপ।আজ বিকেল তিনটায় কবির বসতবাটীতে অনুষ্ঠানটি হয়। গ্রুপের পক্ষ থেকে কবিকে সংবর্ধনা দেওয়া হয়।অবসরপ্রাপ্ত শিক্ষক কালাচাঁদ রায়,অবসরপপ্রাপ্ত বিচারপতি গুরুপদ রায়,, অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিতচক্রবর্তী,সহ এলাকার প্রায় চল্লিশ জন কবি ও সাংবাদিক বন্ধু।উপস্থিত সকলেই কবির দীর্ঘায়ু কামনা করে কবিতা ও গল্প পাঠ করেন।জন্মদিন পালন নয় যেন কবিতা পাঠের আসর বসেছিল।