মঙ্গলবার, এপ্রিল ১০, ২০১৮

নবদ্বীপ পঞ্চায়েত সমিতি দখলে এগিয়ে তৃনমূল

শ্যামল রায়

নবদ্বীপ পঞ্চায়েত সমিতি দখলে রাখতে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে নমিনেশন দেওয়ার কাজ শেষ হবার সাথে সাথে বাড়ি বাড়ি প্রচার অভিযান শুরু করে দিলো তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকরা। ভিতরে ভিতরে দলীয় কোন্দল থাকলেও জোটবদ্ধভাবে ভোটযুদ্ধে নেমে পড়েছে তৃণমূল। এই পঞ্চায়েত সমিতির অন্তর্গত জেলা পরিষদের আসন সংখ্যা 2 টি। সবকটি তৃণমূল কংগ্রেসের দখলে। অন্যদিকে সমিতির আসন সংখ্যা 21 টি। তৃণমূল কংগ্রেসের দখলে 14 টি। গ্রাম পঞ্চায়েত আসন সংখ্যা 127 টি‌। গ্রাম পঞ্চায়েতের সংখ্যা রয়েছে আটটি। এরমধ্যে মায়াপুর বামন পুকুর গ্রাম পঞ্চায়েতের এক ও  বাবলারি গ্রাম পঞ্চায়েত সিপিএমের দখলে রয়েছে। বাকি সঠিক শাসকদল অর্থাৎ তৃণমূলের দখলে রয়েছে।উন্নয়নে নিরিখে প্রচার অভিযানে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও ভোট কমতে পারে তৃণমূলের এমনটাই আশঙ্কা করছেন তৃণমূলের একাংশ নেতা-কর্মীরা।
ভিতরে ভিতরে বিরোধীশক্তি ভারতীয় জনতা পার্টির কিছুটা হলেও বাড়বাড়ন্ত রয়েছে এলাকায় ভোটারদের মধ্যে এমন তা উঠে এসেছে তৃণমূল নেতাদের কাছে। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়ে একটা চাপা দলীয় কোন্দল ঘোরাফেরা করছে এলাকার মানুষের মধ্যে। পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবেন এই নিয়ে একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে ইতিমধ্যে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির দখলের পর কে হবেন সভাপতি। কেউ বলছেন হরিদাস দেবনাথ কেউ বলছেন বর্তমান পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ।তবে জেলা পরিষদের জনসাস্থ্য কর্মদক্ষ হরিদাস দেবনাথ তিনি এবারে পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে লড়ছেন ভোটযুদ্ধে। এর আগে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। মহিলা সংরক্ষিত হওয়ার কারণে তিনি জেলা পরিষদের প্রার্থী হয়ে জনসাস্থ্য কর্মরত ছিলেন।কেউ বলছেন হরিদাস দেবনাথ কেউ বলছেন বর্তমান পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ।তবে জেলা পরিষদের জনসাস্থ কর্মদক্ষ হরিদাস দেবনাথ তিনি এবারে পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে লড়ছেন ভোটযুদ্ধে। এর আগে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। মহিলা সংরক্ষিত হওয়ার কারণে তিনি জেলা পরিষদের প্রার্থী হয়ে জনসাস্থ্য কর্মরত ছিলেন।
তাই সভাপতি পদ নিয়ে ঠাণ্ডা লড়াই চলছে তৃণমূলের দুই নেতার মধ্যে হরিদাস দেবনাথ বনাম তাপস ঘোষ এরমধ্যে।
অন্দরে খবর-যে হরিদাস দেবনাথ পঞ্চায়েত সমিতির সভাপতির পদে এগিয়ে আছেন। তবে উন্নয়নের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের প্রচার অভিযান যেমন চলছে তেমনি দেওয়াল লিখনের কাজ সেরে ফেলেছেন অনেকটাই কর্মীসমর্থকরা। তাই নবদ্বীপ সমিতি ফের তৃণমূলের দখলে আছে এটা নিশ্চিত বলছেন ভোটাররাই তবে দ্বিতীয় স্থানে ভারতীয় জনতা পার্টি উঠে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে বলে এলাকা সূত্রে খবর।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER