মঙ্গলবার, এপ্রিল ১০, ২০১৮

মদের আসরে বন্ধু কে গুলি, উত্তেজনা কালোগঞ্জে


শ্যামল রায় নদীয়া

সোমবার নদীয়া জেলার কালীগঞ্জ থানা এলাকার নাচরে গ্রামে ফোনে ডেকে নিয়ে এক বন্ধুকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে। মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন পূর্ণেন্দু রায় বয়স 22। বাড়ি ন চরের গ্রামে।জানা গিয়েছে যে রবিবার রাতে পূর্ণেন্দু কে তার তিন বন্ধু ফোনে ডেকে নিয়ে যায়। অভিযোগ যে মদের আসরে অতর্কিত এক বন্ধু পূর্ণেন্দু কে খুব কাছ থেকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু না ঘটলেও আশঙ্কাজনক অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে পরে কলকাতায় রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে। বাকি বন্ধুরা সবাই গা-ঢাকা দিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।
কেন কি কারণে ওই বন্দুকে গুলি পড়ে খুনের চেষ্টা করেছিল বন্ধুরা তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ কর্তারা। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।এছাড়াও এদিন নদীয়া রানাঘাট এ গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম অসীম বিশ্বাস। বাড়ি নদীয়া জেলার রানাঘাটের হিং নানা গ্রাম পঞ্চায়েতের পুরুলিয়া গ্রামে। জানা গিয়েছে যে নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের কাছে।
এই ঘটনা ঘিরে এলাকায় চাপা উত্তেজনা এবং পুলিশ টহল চলছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে‌। যদিও জেলা পুলিশ সুপার সূত্রে খবর যে এলাকার শান্তি বজায় রাখতে পুলিশ সতর্কতা এবং টহল দিচ্ছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER