ওয়াসিম বারি
বনগাঁ থানার রামকৃষ্ণপল্লীতে
রুপালি দেবনাথের বাড়িতে ভাড়া থাকত দেবাশিষ দত্ত (৩৫) নামে এক যুবক, গত ২৭.২.১৮ তারিখ সকালে রুপালি বাড়ি তে একা ছিলন , সকালে স্বামী বাড়ির কাজে বাইরে ছিলেন তখনই দেবাশিষ রুপালি কে শ্রীলতাহানি করে ৷১১ .৩ .১৮ তে এই ঘটনার জন্য রুপালি আত্নহত্যা করার চেষ্টা করে৷, বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয়, তারই ভিত্তিতে দেবাশিষ দত্ত কে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত্রে নেমেছে বনগাঁ থানার পুলিশ ৷