মোল্লা জসিমউদ্দিন
বুধবার বেলা একটা নাগাদ পূর্বস্থলী ১ ব্লক অফিসে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র তুলতে এসে তৃনমূলের হাতে রক্তাক্ত হল বিজেপির ৮ কর্মী।আহতদের স্থানীয় হাসপাতালে আনা হয়েছে চিকিৎসার জন্য।জানা গেছে এদিন জনা কুড়ি বিজেপির কর্মী সমর্থক শ্রীরামপুরে অবস্থিত পূর্বস্থলী ১ ব্লক অফিসে ভোটের ফর্ম তুলতে যান।অভিযোগ সেসময় তৃনমূল ব্লক সভাপতি দিলীপ মল্লিকের নেতৃত্বে শতাধিক অপেক্ষারত তৃনমূল বাহিনী হাতে লাঠিসোটা রাম দা - ভোজালি নিয়ে আক্রমণ চালায়।এতে বিজেপির শুভঙ্কর হালদার,সুনীল মুর্মু, চন্দন বসাক,বাদল হালদার,বিমল বিশ্বাস প্রমুখ রক্তাক্ত হন।এই বিধানসভা কেন্দ্রটির বিধায়ক আবার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তাই রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ চরমে।পূর্বস্থলী ১ ব্লকে বরাবরই বিরোধী দল হিসাবে বিজেপি শক্তিশালী। এখানে সিপিএম - কংগ্রেসের অস্তিত্ব নেই বললেই চলে।তাই মূল প্রতিপক্ষ হিসাবে বিজেপি যাতে মনোনয়ন তুলতে না পারে সেজন্য এই হামলা বলে বিজেপির অভিযোগ। যদিও তৃনমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।নাদনঘাট থানার পুলিশ এলাকার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ না বাঁধে, সেই নিয়ে টহলদারি চালাচ্ছে।