সঞ্জয় হালদার
লালগড়ের জঙ্গল থেকে উদ্ধার হল একটি সদ্যজাত শিশু কন্যা। আজ সকাল বেলায় প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কুড়ানো ও পাতা তোলার কাজে গিয়েছিল গ্রামের মহিলারা।কান্নার আওয়াজ শোনার পর সামনের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ে জঙ্গলে পাতার উপর পড়ে রয়েছে এক সদ্যজাত শিশু কন্যাকে।
অসহায় ভাবে পড়ে থাকা বাচ্চাকে দেখে মায়া সমলাতে না পেরে কোলে তুলে নেন সুলেখা চালক। ততক্ষনে জঙ্গলে ঢোকার মুখে দাঁড়িয়ে থাকা সি আর পি এফ কে খবর দেওয়া হলে তারা তৎক্ষনাৎ জঙ্গলে গিয়ে হাজির হয় এবং লালগড় হাসপাতালে খবর দেওয়া হলে গাড়ী পাঠিয়ে তাদের কাছ থেকে শিশু কন্যাকে লালগড় হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় । ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মহেশ্বর মান্ডি বলেন পুলিশ জঙ্গলে পরিত্যাক্ত অবস্থায় শিশু কন্যাকে উদ্ধার করে লালগড় হাসপাতালে পাঠানো হলে তারা শিশু কন্যাকে সুস্থ করে ঝাড়গ্রাম হাসপাতালে হস্তান্তর করা হয়।