সাধন মন্ডল
বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছে পুলিশকর্মীরা। এই সমস্ত সেবাকাজের মূল কান্ডারী বাঁকুড়া জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা। তাঁর উদ্যোগে ও সিভিক পুলিশকর্মীদের সহযোগিতায় বাঁকুড়ার সুমঙ্গল হোমে থাকা ছাত্রছাত্রীদের বিনামূল্যে সপ্তাহে দুদিন কোচিং এর ব্যবস্থা করা হয়েছে। এর জন্য পুলিশ সুপার কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাঁর এই অভিনব উদ্যোগে বাঁকুড়াবাসী আপ্লুত, অভিভুত।