মানস দাস,মালদা
"মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান,মুসলিম তাঁর নয়ন মণি হিন্দু তাঁহার প্রাণ"।এই কবিতার পংক্তি সকলের জানা তবুও সমাজে বিষ ঢালতে পি পা হন না মুখোশধারী দুষ্কৃতীরা।রাজ্যে বাদুড়িয়া, আসানসোলের মতো ঘটনা এর প্রমাণ স্বরূপ।এই সাম্প্রদায়িকতার বিষে জল ঢালতে একদিকে যেমন মহানগরীতে সম্প্রীতির মিছিলে পা মেলাচ্ছেন বিশিষ্ট বিদ্দজনেরা অন্যদিকে পিছিয়ে নেই মালদা জেলাও।মালদার সাহাপুরে গাজন উৎসবের মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন শিল্পীরা।চড়ক উৎসবের মেজাজে সকাল থেকেই মেতেছেন বাঙালীরা।সেই উৎসবের মধ্যেই রাম-রহিম সেজে সকলকে সম্প্রীতির বার্তা দিলেন গাজন শিল্পীরা।মালদার শুধু সাহাপুর নয়।আজ,মালদা জেলার একাধিক জায়গায় রয়েছে এই গাজন উৎসব।জেলার এই অভিনব উদ্যোগ বেজায় খুশি উৎসব প্রিয় মালদা জেলাবাসী।