মানস দাস,মালদা
ভয়াবহ আগুনে ভস্মীভূত হলো একটি গোডাউন। শুক্রবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে মালদার মাহানন্দা পল্লী এলাকায়। আগুন লাগার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। আগুন নেভাতে গিয়ে গুরুত্বর জখম হন গোডাউন মালিক দিবাকর বিহানী। রাতে দমকলের ছটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। রাত্রেই ঘটনাস্থলে পৌছান ইংলিশ বাজার পৌরসভার উপ-পৌরপ্রধান দুলাক সরকার এবং মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সদস্যরা। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারনে আগুন লেগেছে গোডাউনে , পাশাপাশি গোডাউনে পর্যাপ্ত অগ্নি-নির্বাপক ব্যবস্থাও ছিলনা। অগ্নিকান্ডের ফলে পুড়ে ছাই হয়ে যায় একাধিক এসি, টিভি, রেফ্রিজারেটর। ভয়াবহ এই অগ্নিকান্ডে প্রাণ-হানি না হলেও ক্ষয় ক্ষতির পরিমান আনুমানিক এক কোটি টাকা। আগুন সম্পূর্ণ নেভানোর পর থেকেই ইংলিশ বাজার থানার পুলিশের তৎপরতায় ক্রেনের সাহায্যে চলে উদ্ধার কাজ। অন্যদিকে গডাউন এর কর্ণধার দিবাকর বিহানী গুরুত্বর জখম অবস্থায় একটি বেসরকারী নার্সিংহোমে চিকিৎসাধীন। গোডাউন মালিক দিবাকর বিহানী বলেন,আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায়। শত চেস্টা করেও রক্ষা হলো না। প্রায় এক কোটি টাকার ইলেকট্রনিক্স জিনিশপত্র ক্ষতি হয়েছে।