সুকান্ত ঘোষ
সোমবার দুপুরে মুর্শিদাবাদের সালার থানায় নিহত সাংবাদিক ভাস্কর ঘোষের মৃত্যুর ঘটনায় খুনের মামলা (৫৯/১৮) রুজু করা হল।নিহতর স্ত্রী অভিযোগ টি জানিয়েছেন।তবে মানসিকভাবে বিপযস্ত হওয়ার জন্য খুনের অভিযোগটি ঠিকমতো লিখতে পারেনি বলে জানা গেছে।এই মামলায় সাক্ষী, চার্জশিট, ফাইনাল রিপোর্ট এর প্রতি আমাদের নজর থাকবে।সেইসাথে খুনের একঘণ্টা আগে যে স্যার কে ( পুলিশ অফিসার) হোয়াটস আপে দুষ্কৃতিদের পথ আটকানোর কথা জানিয়েছিল ভাস্কর।তার সন্ধান আমরা করব।প্রয়োজনে কলকাতা হাইকোর্টে মামলাও করা হবে আসল খুনিদের সন্ধানে।