মঙ্গলবার, এপ্রিল ১৭, ২০১৮

চিত্তরঞ্জনের ফতেপুরে বাস দুর্ঘটনায় জখম ৪

নীলাদ্রি ঘোষ


আবার পথ দুর্ঘটনার ঘটনা ঘটল শিল্পাঞ্চলে l সোমবার সকালে চিত্তরঞ্জনে অফিস টাইমে এই ঘটনাটি ঘটে l প্রত্যক্ষ দর্শীরা জানান আসানসোল থেকে চিত্তরঞ্জন গামী ইন্টারসিটি বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় স্থানীয় ফতেপুর এলাকায় সামনের চাকাটি ফেটে যায় l বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সামনের একটি গাছের সামনে ধাক্কা মারে l ঘটনায় চারজন গুরুতর ভাবে আহতহন l তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক l ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান lখবর পেয়ে  চিত্তরঞ্জন থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবস্থা নিয়ন্ত্রনে আনেন l

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER