নীলাদ্রি ঘোষ
আবার পথ দুর্ঘটনার ঘটনা ঘটল শিল্পাঞ্চলে l সোমবার সকালে চিত্তরঞ্জনে অফিস টাইমে এই ঘটনাটি ঘটে l প্রত্যক্ষ দর্শীরা জানান আসানসোল থেকে চিত্তরঞ্জন গামী ইন্টারসিটি বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় স্থানীয় ফতেপুর এলাকায় সামনের চাকাটি ফেটে যায় l বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সামনের একটি গাছের সামনে ধাক্কা মারে l ঘটনায় চারজন গুরুতর ভাবে আহতহন l তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক l ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান lখবর পেয়ে চিত্তরঞ্জন থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবস্থা নিয়ন্ত্রনে আনেন l