নীলাদ্রি ঘোষ
সর্বভারতীয় এসসি এসটি রেল কর্মী সংগঠনের চিত্তরঞ্জন শাখার উদ্যোগে বসে আকোঁ প্রতি়যোগিতা আয়োজিত হল রবিবার l স্থানীয় চারের পল্লী কমিউনিটি হলে বয়েস ভিত্তিক এই প্রতিযোগিতায় চারটি বিভাগে শতাধিক ছাত্র ছাত্রীরা অংশনেন l প্রতি়যোগিতায় সফল ছাত্র ছাত্রীদের আম্বেদকরের জন্মদিনের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে আয়ো়জক সংস্থার পক্ষ থেকে জানানো হয় l