ওয়াসিম বারি
দেগঙ্গায় আজ সকালে ভাসলিয়া শ্রী রামকৃষ্ণ মিশনে শুরু হল হাসিনা বানু স্মৃতি ক্লিনিক। স্বনির্ভর ও কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের যৌথ প্রয়াসে ও ভাসলিয়া শ্রী রামকৃষ্ণ মিশনের কর্মকর্তাদের অক্লান্ত শ্রমে শুরু হল পথ চলা। প্রথম দিনে ২১ জন পরিষেবা পেয়েছেন।