ভাস্কর ঘোষ
তৃনমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন অঞ্চল সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রাক্তন অঞ্চল সভাপতি মনিরুল ইসলাম সহ বেশকিছু তৃনমূলের কর্মীসমর্থক। বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ - ২ ব্লকের তেঘড়ি অঞ্চলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সেখালি অঞ্চলের প্রক্তান সভাপতি মনিরুল ইসলাম বেশকিছু কর্মীসমর্থকে সঙ্গে নিয়ে বিজেপি -র দলে যোগ দেন। এদিন মিঞাপুর বিজেপি-র দলীয় কার্যালয়ে তাদের হাতে বিজেপি -র দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাদরে গ্রহণ করে নেন রাজ্য বিজেপি -র সংখ্যালঘু মোর্চার সভাপতি গোলাম মোসারদার। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উন্নয়নে সামিল হতেই এদিন তারা বিজেপি- র দলে যোগ দিলেন।
দলত্যাগী জিয়াউর বাবু ও মনিরুল বাবু এক যোগে অভিযোগের সুরে বলেন, পুরনোদের দলে কোনরকম দায়িত্ব দেওয়া হচ্ছেনা। নতুনদের বেশি করে গুরত্ব দিচ্ছে দল। তাই এদিন আমরা তৃণমূলের দল ছেড়ে বিজিপি -র দলে যোগদান করলাম।