ভাস্কর ঘোষ
মুর্শিদাবাদের খড়গ্রাম থানার নগর বিডিও অফিসে বৃহস্পতিবার কংগ্রেসের কর্মীসমর্থকেরা ভোটের মনোনয়ন পত্র তুলতে গেলে তাদের উপর চড়াও হয়ে লাঠি, বাঁশ দিয়ে ব্যাপক মারধোর করে তাড়িয়ে দেয় তৃনমূলের লোকেরা। এমনকি নগর গ্রামে কংগ্রেসের একটি দলীয় কার্যালয় তৃনমূলের গুন্ডারা ভেঙে দেয় বলে অভিযোগ। পুলিশের সামনেই তাদেরকে মারধোর করা হয় বলেও অভিযোগ। ব্লক চত্তরে প্রচুর পুলিশ মোতায়েন করা থাকলেও পুলিশ সেখানে কেবল দর্শকের ভূমিকায় ছিল। এমনকি সাংবাদিক ও চিত্র সাংবাদিকররা সেখানে গেলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও শাসক দল তৃনমূল তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগকে আমল দেননি।