মোহন সিং
গরমে রক্ত সংকট যাতে না হয় তারজন্য রক্তদান কর্মসূচি গ্রহণ করে সিটি কেবল নেটওয়ার্ক।
আসানসোলের পুলিশ লাইনের কাছে একটি হোটেলে হয় এই অনুষ্ঠান। সংস্থার পক্ষ থেকে জয়দীপ মুখার্জী বলেন প্রায় দুশো জন এই ক্যাম্পে রক্ত দেয়। আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে।
এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, মেয়র জিতেন্দ্র তেওয়ারি, তাপস ব্যানার্জী, অমরনাথ চ্যাটার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।