মোহন সিং
ভ্লাদিমির লেনিনের ১৪৯ তম জন্মদিন পালিত হল আসানসোলে। আসানসোলের হটন রোড মোড়ে লেনিনের মুর্তিতে মাল্যদানের পাশাপাশি তার জীবনী নিয়ে আলোচনা করা হয়। শুধু তাই নয় সোভিয়েত ইউনিয়ন কিভাবে ভারতকে নানা ক্ষেত্রে সহযোগিতা করেছে সে কথা উল্লেখ করেন বিশিষ্ট CPI(M)নেতা পার্থ মুখোপাধ্যায়। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পাঞ্চলের সমস্ত বাম নেতৃত্ব।