সুকান্ত ঘোষ
মহিলাদের প্রদর্শনী ফুটবল ম্যাচ, তাও আবার সংখ্যালঘু অধুষ্যিত এলাকায় মেয়েদের স্বনির্ভরতা র লক্ষ্যে। পশ্চিম মেদিনীপুর জেলায় ফুটবল খেলে জীবনে সরকারি চাকরি পেয়ে স্বনির্ভর হওয়া একদল তরুনী দের নিয়ে আজকের কিশোরীদের আগামীর জন্য উদ্দীপ্ত করা। এক অভিনব জনসংযোগের মাধ্যামে আজকের নির্বাচনী প্রচার করলেন, এই বাঁকিবাঁধ গ্রাম। পঞ্চায়েতের বেনাচাপড়া অংশে পঞ্চায়েত সমিতির প্রার্থী শালবনীর যুবসমাজের আইকন সন্দীপ সিংহ। এখানে উল্লেখ্য মহিলাদের ফুটবল জেলা জুড়ে আজ যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে তার অন্যতম কান্ডারী জেলা ক্রীড়ার গুরুত্ববহ পদে থাকা সন্দীপ। আজকের খেলায় মহিলাদের উতসাহ দিতে প্রায় হাজারেরও বেশী দর্শক উপস্থিত ছিলেন এবং মহিলাদের উপস্থিতি ছিলো নজরকাড়া। এখানে উপস্থিত আঞ্চলিক নেতৃত্ব ও যুব নেতৃত্ব সন্দীপ সিংহকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করার আবেদন রাখেন। সন্দীপ তার ভাষনে মহিলাদের স্বনির্ভর করতে মাননীয়া মুখ্যমন্ত্রীর ভাবনা ও প্রকল্পগুলির কথা বলেন এবং ভবিষ্যতে পাশে থাকার অঙ্গীকার করেন।