সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: রবিবার সকাল থেকেই ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি অঞ্চলের সরকার পাড়ার রক্ষিত সরকারের কন্যা বিশাখা সরকারের বিয়ে উপলক্ষে সমাজসেবি রবিউল ইসলাম, সঞ্জয় আগারওয়াল সহ প্রায় ৫০জন প্রতিবন্ধী পুরুষ ও মহিলা বিয়ে বাড়িতে সামিল হন।বিশাখার বিয়ে উপলক্ষে সকাল থেকেই বিয়ে বাড়ির ব্যস্ততা তুঙ্গে।কেউ মঞ্চ সাজাচ্ছেন,কেউ কনে সাজানোতে ব্যস্ত,কেউ আবার রান্নার কাজে ব্যস্ত।অতি দরিদ্র পরিবারের মেয়ের বিয়ে হলেও আন্তরিকতার স্পর্শে বিয়ে বাড়ি জমজমাট।
এক দিকে যখন ছেলের বাড়ি থেকে ব্যস্ত জলপাইগুড়ি মহিত নিগরের ডাঙ্গাপাড়া পাত্র তাপস বিশ্বাসের বাড়ির লোকেরা কোণেকে আশীর্বাদে ব্যস্ত ঠিক তখনই ময়নাগুড়ির একটি সমাজ সেবি সংগঠনের সদস্য রবিউল ইসলাম,স্বপ্না সরকার সবুজ কে বাচানোর লক্ষ্যে মেহুগুনি গাছের চারা কোনে সহ সকলের হাতে তুলে দিয়ে আশীর্বাদ করেন তারা।তারা চান বিশাখার আগামী বৈবাহিক জীবন শান্তি এবং মঙ্গল ভাবে কাটুক এই কামনাই করেন ঈশ্বরের কাছে।এ ছাড়াও এই বিয়ে বাড়িতে আর্থিক ও বিয়ে বাড়ির দ্রব্য সামগ্রী তুলে দেন পরিবারের হাতে সমাজসেবক রবিউল ইসলাম।
রবিবার, এপ্রিল ২৯, ২০১৮
গরীব মেয়ের শাদিতে সাহায্য ময়নাগুড়ির সমাজসেবীর
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...