ওয়াসিম বারি
উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগরে সক্রিয় তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর থানার নিত্যানন্দকাটি গ্রামে । মৃত তৃণমূল কর্মীর নাম আমিরুল মল্লিক (32)। এলাকা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ভোটের প্রচার সেরে বাড়ি ফিরেছিলেন আমিরুল । সোমবার ভোরে মোবাইলে একটি ফোন আসে আমিরুলের । ফোন পাওয়ার পর সে ঘর থেকে বের হয় । তারপর আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে তার বাড়ি থেকে তিনশো মিটার দূরে গলাকাটা মৃতদেহ এলাকার মানুষেরা দেখতে পেলে তারা খবর দেয় স্বরুপনগর থানায় । স্বরুপনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় । তবে এই ঘটনায় সরাসরি সিপিএম, কংগ্রেস ও বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । গোটা ঘটনার তদন্তে নেমেছে স্বরুপনগর থানার পুলিশ । তবে এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী কে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।আজ এই ঘটনাস্থলে মৃত তৃনমূল কর্মীর বাড়িতে আসেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী তথা উঃ ২৪ পরগনা জেলার তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ৷