সোমবার, এপ্রিল ২৩, ২০১৮

অধ্যাপক নিগ্রহের প্রতিবাদে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি

মানস দাস,মালদা

ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক অরিজিৎ দাসকে নিগ্রহের ঘটনায় অন্যায়ভাবে নাম জড়ানো হয়েছে এক অশিক্ষক কর্মীর। এই অভিযোগ তুলে সোমবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে ডেপুটেশন দিলেন বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীদের একাংশ। পাশাপাশি ওই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষীকে চিহ্নিত করারও দাবি জানান তারা । এদিন দুপুর দেড়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রায় পঞ্চাশজন অশিক্ষক কর্মী একত্রিত হয়ে রেজিস্ট্রার সাধন সাহার কাছে ডেপুটেশন দিতে যান। তারা অভিযোগ করেন, উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে অধ্যাপক অরিজিৎ দাস  হেনস্থার অভিযোগ আনছেন। তাকে কোনও রকম হেনস্থা করা হয়নি বলেও জানান অশিক্ষক কর্মীরা। নিগ্রহের অভিযোগ মানস ঘোষ নামে যে অশিক্ষক কর্মীর বিরুদ্ধে উঠেছে তিনি বলেন," যেভাবে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাতে মর্মাহত । একজন অধ্যাপকের সঙ্গে যেচে কথা বলতে গিয়ে এরকম অভিযোগ উঠবে, ভাবতে পারছি না।" ঘটনার নিন্দা করেছেন অন্যান্য অশিক্ষক কর্মীরাও। রেজিস্ট্রারের কাছে তারা দাবি করেন, নিগ্রহের ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীকে সামনে আনার জন্য। যদি ওই ঘটনায়  কোনও অশিক্ষক কর্মী জড়িত থাকেন, তবে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক বলেও দাবি তাদের।  এদিকে ওই দিন ঠিক কী ঘটেছিল তা জানতে এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মী ও অধ্যাপকদের সঙ্গে কথা বলেন রেজিস্ট্রার সাধন সাহা। তিনি জানান," আজ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা অধ্যাপক নিগ্রহের ঘটনার সত্য উদঘাটনের দাবি নিয়ে আসে। তারা চক্রান্তের অভিযোগ এনেছেন ভূগোল বিভাগের ওই অধ্যাপকের বিরুদ্ধেই। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।" এদিন অশিক্ষক কর্মচারীদের বিক্ষোভকে সমর্থন করেন অধ্যাপকদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের পরিবেশ নষ্ট করার চক্রান্ত চলছে বলে মত প্রকাশ করেন তারা। অন্যদিকে ভূগোল বিভাগের অধ্যাপক অরিজিৎ দাস এদিনের ডেপুটেশন প্রসঙ্গে জানান, " আমি প্রকৃত সত্য উদঘাটনের যে দাবি জানিয়ে আসছিলাম, অশিক্ষক কর্মী সেই দাবিই জানিয়েছেন বলে আমি খুশি।"

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER